স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এর উদ্যোগে কাউখালীতে শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

595

কাউখালী প্রতিনিধি – “ঈদ বস্ত্র ঘরে ঘরে’ খুশির ঈদ সবার তরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গরীর শিশু-কিশোরদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন চ্যানেল আই এর উদ্যোগে আয়োজিত উপজেলা প্রশাসন, সামাজিক সংগঠন ঘাসফুল (ঘাগড়া সমাজ গড়বো ফুলের মত), দৈনিক কলের কণ্ঠ পত্রিকার পাঠক সংগঠন শুভ সংঘ এবং রেড ক্রিসেন্ট কাউখালী ইউনিটের সদস্যদের সার্বিক সহযোগীতায় এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন কাউখালী শাখার সভাপতি হাসনা হেনার সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার এসআই হারুন, কাউখালী ডিগ্রী কলেজের প্রভাষক গফুর আহম্মদ, সাংবাদিক মেহেদী হাসান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদার বলেন, এ ধরনের সামাজি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজে খুবই আনন্দিত। সুবিধাবঞ্চিতদের নিয়ে আজকের এ আয়োজন অন্যদের ও অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতে এধরনের অনুষ্ঠানে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে ৬৭ জন শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।