ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়া তিন কণ্যা বাংলাদেশের সম্পদ – কবির বিন আনোয়ার

384

খাগড়াছড়ি প্রতিনিধি – ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়া এই তিন কণ্যা শুধমাত্র পার্বত্য চট্টগ্রামের সম্পদ নয় , তারা পুরো বাংলাদেশের সম্পদ। খাগড়াছড়িতে নিয়মিত ক্যাম্প করলে তিন কণ্যার মতো আরো অনেক মেয়ে ফুটবলে যোগ্যতার স্বাক্ষর রাখবে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার। তিনি বলেন, বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের নারীরা অনেক এগিয়ে গেছে এবং আরো এগিয়ে যাবে।

সোমবার (৩ জুন) খাগড়াছড়িতে আয়োজিত পাহাড়ের তিন ফুটবল কন্যা ম্যাজিকেল মনিকা চাকমা, আনুচিং মগিনী ও আনাই মগিনীর গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা।

গণসংবর্ধনানুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হামিদুল হক, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, ডিজিএফআই’র কমান্ডার কর্ণেল নাজিম উদ্দিন, খাগড়াছড়ির পুরিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা প্রমুখ।

গণসংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত মনিকা চাকমা ও আনুচিং মগিনী নিজেদের অনুভুতি জানিয়ে বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা, খাগড়াছড়ি জেলা পুলিশ, খাগড়াছড়ি পৌরসভা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের পক্ষ থেকে তিন ফুটবল কন্যার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ।