এতিমদের নিয়ে রাঙ্গামাটি বøাড ফোর্সের ইফতার মাহফিল

364

রাঙ্গামাটি প্রতিনিধি – রাঙ্গামাটির স্বেচ্ছাসেবী সামাজিক ও রক্তদাতা সংগঠন রাঙ্গামাটি বøাড ফোর্সের উদ্যোগে গত শনিবার (১ জুন) রাঙ্গামাটির এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷ শহরের সুবিধাবঞ্চিত কিছু এতিম ছাত্রদের সাথে নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করে রাঙ্গামাটি বøাড ফোর্স নামে এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।

ইফতার মাহফিলের শুরুতে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন নুর তালুকদার মুন্না,এডমিন আহমেদ ইশতিয়াক আজাদ, এডমিন সোহেল রানা। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের এডমিন গন বলেন রাঙ্গামাটি বøাড ফোর্স এর সদস্যরা নেগেটিভ ডোনার সংগ্রহ ও থ্যালেসেমিয়া সচেতনতা, রাঙ্গামাটির প্রতিটি এলাকার মানুষদের রক্তের প্রæপ জানিয়ে দেওয়াসহ বিভিন্ন বিষয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।
তারা শুধু রাঙ্গামাটিতে নয় দেশের বিভিন্ন এলাকার রক্তদাতা সংগ্রহের তালিকা সংগ্রহ করাসহ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সংগঠনের সভাপতি এডমিন রমজান আলী বলেন রাঙ্গামাটি বøাড ফোর্স পরিবার প্রতি বছরের মত এবার ও গরিব অসহায় এতিমদের সাথে নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করেছে।
তিনি বলেন রাঙ্গামাটি বøাড ফোর্স ঈদের পর লংগদু, বাঘাইছড়িসহ বিভিন্ন উপজেলায় থ্যালেসেমিয়া ও বিনামূল্য রক্তের গ্রæপ জানিয়ে দেওয়াসহ সচেতনতা মূলক ক্যাম্পেইনের আয়োজন করবে।

ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাতে পাহাড় ধ্বসে নিহত, সংগঠনের সদস্য মতিউর রাজু এর মাতা, জীবন সংগঠনের সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ এর মাতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।