রাঙ্গামাটিতে ভবনের মাটি চাপা পড়ে ৩ নির্মান শ্রমিক নিহত

656

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – রাঙ্গামাটি মহিলা কলেজ এলাকায় পাহাড়ের মাটি কেটে পাকা ভবনের নির্মান কাজ করতে গিয়ে ৩ জন নির্মান শ্রমিক নিহত ও অপর ২ জন আহত হয়েছে।
নিহতরা হলেন, সেন্টু মিয়া-(৪০), আঙ্গুর আলী -(৬৫) ও পাপ্পু-(৪০)। নিহতদের সকলের স্থায়ী ঠিকানা সিলেট বলে জানা গেছে।

আহতরা হলেন, সবুজ মিয়া ও সাইফুল ইসলাম। হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, শনিবার দুপুরে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ এলাকায় কাপ্তাই হ্রদ ঘেষে পাহাড়ের মাটি কেটে পাকা ভবনের কাজ করতে গেলে উপর থেকে নির্মান শ্রমিকদের উপর মাটি চাপা পড়ে। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে মৃত অবস্থায় ও ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় পৌর কমিশনার আব্দুল করিম জানান, ঐ স্থানে ১১ জন শ্রমিক কাজ করছিল। জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হতাহতদের খোঁজ খবর নেন।

ঘটনাস্থল পরিদর্শণকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানান, এভাবে ঝুকিপুর্ন অবস্থায় ভবনের কাজ করার ফলে মাটি চাপা পড়ে শ্রমীকদের যে করুন মৃত্যু হয়েছে। এজন্য ভবনের মালিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরসহ তাদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ নিহতদের প্রতি পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

ভবনটির মালিক রাঙ্গামাটিতে কর্মরত শিক্ষক জনৈক পারভিন আক্তারের বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ অক্টোবর রাঙ্গামাটিতে মহিলা কলেজের একই এলাকায় দ্বিতল ভবনে ধসের ঘটনায় ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।