নানিয়ারচর উপজেলায় জোন কমান্ডারের এতিম-দুস্থদের মাঝে ঈদের জামা-কাপড় বিতরণ

457

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার সেনা জোনের উদ্যোগে পবিত্র-ঈদুল-ফিতর উপলক্ষে নানিয়ারচর উপজেলার ইসলামপুর শিশু সদন ও একটি এতিমখানার অর্ধ শতাধিক এতিম-দুস্থদের মাঝে ঈদের জামা-কাপড় বিতরন করা হয়েছে।

নানিয়ারচর জোন কর্তৃক জনকল্যাণ মূলক কর্মসূচির আওতায় এলাকায় অসহায় দুস্থ পরিবারদের মাঝে এ ঈদ জামা-কাপড় বিতরণ করা হয়।

শক্রবার সকাল ১০ টায় নানিয়ারচর উপজেলার সেনা জোনের উদ্দেগে এ ঈদের জামা-কাপড় বিতরণ করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্নেল কাইয়ুম হোসেন, পিএসসি।

বিতরণকালে জোন অধিনায়ক লে. কর্নেল কাইয়ুম বলেন, দেশের কোন পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। এ লক্ষ্যে সেনাবাহিনীর মাধ্যমে জনকল্যাণ মূলক কর্মসূচির আওতায় এলাকায় গরিব অসহায় পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের জোন এর পক্ষথেকে এতিম-দুস্থদের মাঝে ঈদের জামা-কাপড় বিতরণ করা হয়।