নিজস্ব প্রতিবেদক: ‘‘সকল ক্ষেত্রে পার্বত্য বাঙালীদের সাংবিধানিক অধিকার দিতে হবে’’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়ায় গণহত্যার স্মরণে শোক সভা ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
আজ শক্রবার সকালে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বরকল উপজেলা শাখা কর্তৃক আয়োজন এ শোক সভা ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মোমিনের এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পিবিসিপির বরকল উপজেলা সভাপতি মোঃ আল আমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিবিসিপির রাঙামাটি জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও প্রধান বক্তা হিসেবে ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুন ও অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ১৯৮৪সালে ৩১মে যে গণহত্যা হয়েছিলো সে হত্যাকান্ডে বিচার না হওয়াতে দিন দিন পাহাড়ে গুম, খুন,অপহরণ, মুক্তিপন, চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। ৩১মে যারা হত্যাকান্ড ঘঠিয়েছে তাদের অতি দূত আইনের আওতায় আনা হলে পাহাড়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, না হয় পাহাড়ের নির্যাতনের শিকার প্ররিবার গুলো আইন হাতে তুলে নিতে বাধ্য হবে বলেও হুশিয়ারী দেন বক্তারা।