খাগড়াছড়ির পর্যটনে যোগ হচ্ছে ‘ক্যাবল কার’

473

খাগড়াছড়ি প্রতিনিধি – বাংলাদেশের পর্যটন শিল্পকে আধুনিক ও সময়োপযোগি করার ধারাবাহিকতায় পার্বত্য জেলা খাগড়াছড়ির পর্যটনে যোগ হতে যাচ্ছে নতুন অধ্যায়। পর্যটকদের আকর্ষনে খুব শিগগিরই পর্যটন শহর খাগড়াছড়িতে স্থাপন করা হচ্ছে ‘ক্যাবল কার’।

খাগড়াছড়ির মনোরম প্রাকৃতিক সৌন্দর্যকে উপর থেকে প্রাণভরে উপভোগ করার জন্য আলুটিলা পর্যটন এলাকা হতে জিরোমাইলে অবস্থিত খাগড়াছড়ি পার্বত্য জেলা হর্টিকালচার পার্ক পর্যন্ত ক্যাবল কার স্থাপনের ডিজিটাল স্যাটেলাইট সার্ভে ইতোমধ্যেই সম্পন্ন করেছে চীন থেকে আসা একটি দক্ষ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং টীম।

এ কর্মযজ্ঞে বিদেশীদেরকে সহযোগিতা করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের একটি টীম। আশা করা হচ্ছে খুব শিগগিরই ক্যাবলকার স্থাপনের কাজ পুরোদমে শুরু হয়ে যাবে।
খাগড়াছড়িবাসীর বহুদিনের স্বপ্নের ক্যাবল কার দৃশ্যমান হওয়ার মধ্যদিয়ে বৈচিত্রআসবে খাগড়াছড়ির পর্যটন শিল্পে।