নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু

475

ইসমাইল হাসান, বান্দরবান প্রতিনিধি – বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ী ইউনিয়নে বন্য হাতির আক্রমনে মাছাউ মার্মা (৫২) নামে এক পাহাড়ী কৃষকের মৃত্যু হয়েছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত মাছাউ মার্মা সোনাইছড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড হেডম্যান পাড়ার বাসিন্দা মৃত লারি মার্মার পুত্র। নিহত মাছাউ মার্মা চার সন্তানের জনক।

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহান মার্মা জানান, রোববার ভোর রাতে প্রতিদিনের ন্যায় নিজ খামার বাড়ীতে যাওয়ার পথে হেডম্যান পাড়ার দক্ষিণে বিলের মাঝে বন্য হাতির আক্রমনের শিকার হয়। তাছাড়া ওই পথে প্রতিনিয়ত বন্য হাতির বিচরণ রয়েছে। সকালে লোকজন কাজে যাওয়ার সময় নিহতের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে সোনাইছড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু বন্য হাতির আক্রমনের শিকার হয়ে মৃত্যু বরণ করেন সেহেতু আত্মীয়-স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।