পাহাড়ে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি রক্ষায় মারমা সম্প্রদায় কাজ করছে – অংসুই প্রু চৌধুরী

569

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – পাহাড়ে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রক্ষায় মারমা সম্প্রদায় করছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী। তিনি বলেন, মারমা সম্প্রদায় পার্বত্য অঞ্চলে একটি সুশৃঙ্খল জাতি গোষ্ঠী, এই সম্প্রদায় পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ঐতিহ্য সংস্কৃতি রক্ষায় ও কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (২৪ মে) রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক মিলনায়তনে মারমা স্টুডেন্টস কাউন্সিল রাঙ্গামাটি সরকারী কলেজ কমিটি ও পঞ্চম তম জেলা শাখা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী। সন্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি উচিমং চৌধুরী। এ সময় বক্তব্যে রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াচিং মং মারমা, মারমা স্টুডেন্টস কাউন্সিলের ক্দ্রেীয় সভাপতি নিঅং মারমা, সংগঠনের রাঙ্গামাটি শাখার সভাপতি উসাইমং মারমা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষা, সংস্কৃতি ও নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার পাশাপাশি নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য ইতিহাসকে সমুন্নত রাখতে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অধিকারমূলক আন্দোলনকে জোরদার করতে হবে। বক্তারা বলেন, সংঘাত নয় শান্তির মধ্যে থেকে পার্বত্য অঞ্চলের উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে। এই অঞ্চলের উন্নয়ন হলেই সকল সম্প্রদায়ের মানুষ নিজ নিজ অধিকার নিয়ে নিজস্ব সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরে এগিয়ে যেতে পারবে বলেও বক্তারা মন্তব্য করেন।

দিন ব্যাপী সন্মেলনে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন শাখা থেকে প্রায় দুশতাধিক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠান শেষে মারমা স্টুডেন্টস কাউন্সিল রাঙ্গামাটি সরকারী কলেজ শাখা ও জেলা শাখা কমিটির গঠন করা হয়।