আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের ধারা অব্যাহত আছে – আনোয়াইল ইসলাম চৌধুরী বেবী

539

কাপ্তাই সংবাদদাতা –  চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী বাঙ্গালীর ঐক্যের প্রতীক সাবেক প্রতিমন্ত্রী জননেতা দীপংকর তালুকদার এমপির নেতৃত্বে কাপ্তাই উপজেলাসহ পুরো পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়নের ধারা শৃুরু হয়েছিল তা এখনো অব্যাহত আছে

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার (২৩ মে)  ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী এসব কথা বলেন।

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়াইল ইসলাম চৌধুরী বেবীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য থোয়াইচিং মং মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক তানভীর আহমেদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক এ আর লীমন, কর্ণফুলী পেপার মিল সিবিএ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সমগ্র রাঙ্গামাটি পার্বত্য জেলায় শান্তি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রয়েছে। কাপ্তাইসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রতিনিয়ত উন্নয়ন কার্যক্রম চলছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে দীপংকর তালুকদারের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

এই ইফতার ও দোয়া মাহফিলে চন্দ্রঘোনাসহ কাপ্তাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় সাংসদ দীপংকর তালুকদার ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।