রাঙ্গামাটি জেলা প্রশাসনের ইফতার মাহফিল

503

নিজস্ব প্রতিবেদক – দেশের অগ্রগতি ও পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও শান্তি কামনা করে রাঙ্গামাটি জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ মে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রাঙ্গামাটি কালেক্টরেট মসজিদের পেশ ঈমাম মাওলানা আবুল হাসেম।

এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ইফতারে অংশ গ্রহণ করেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তণ প্রতিমন্ত্রী ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, রাঙ্গামাটির প্রাক্তন মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক, সামাজিক, পুলিশ ও গোয়েন্দা বিভাগের ঊর্ধŸতন কর্মকর্তা, সাংস্কৃতিক, সাংবাদিক, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।