অবৈধ অস্ত্র উদ্ধার ও সেনাক্যাম্প বৃদ্ধির দাবীতে বাঙ্গালী ছাত্র পরিষদের মানববন্ধন

399

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি – পার্বত্য অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের গুম, খুন, অপহরণ, মুক্তিপণ, চাঁদাবাজিসহ অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালী ছাত্র পরিষদ।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেষ্টুন নিয়ে স্থানীয় বাঙ্গালী নারী পুরুষ অংশ গ্রহন করেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কলেজ শাখার সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক জুনায়েত আহমেদ, জেলা প্রচার সম্পাদক আব্দুল মোমিন।

বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলে কিছু সশস্ত্র সন্ত্রাসীদের কারণে বসবাসরত মানুষ নিরাপত্তাহীনতায় ভূগছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের শান্তির লক্ষ্যে পার্বত্য শান্তি চুক্তি করেছিলেন। কিন্তু শান্তি চুক্তির পরও পাহাড়ে গুম, খুন, অপহরণ, মুক্তিপণ, চাঁদাবাজি এখন নিত্য দিনের ঘটনা। একটি কুচক্রী মহল পার্বত্য এলাকায় অস্থিতিশীল অবস্থায় পরিণত করার জন্য পাঁয়তারায় লিপ্ত রয়েছে। যে এলাকা আজ শান্তিতে সকল স¤প্রদায়ের মানুষ বসবাস করে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে, সে এলাকায় হত্যা-গুম এবং বিত্তশালী থেকে শুরু করে দিন মজুরও চাঁদাবাজিতে রেহাই পাচ্ছেনা।

পাহাড়ের মানুষ আর এইসব সশস্ত্র সন্ত্রাসীদের কাছে জিম্মি থাকতে চায়না। তাই অবিলম্বে পার্বত্য এলাকায় বসবাসরত সকল স¤প্রদায়ের জনগণ যাতে শান্তিতে বসবাস করতে পারে তার লক্ষ্যে দ্রæত গতিতে পাহাড়ে চিরুনি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারসহ যারা এইসব হত্যাকান্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শান্তিসহ পাহাড়ের গুরুত্বপূর্ণ এলাকায় সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানান।