নিজস্ব প্রতিবেদক – রাঙ্গামাটির বিভিন্ন মসজিদ ও মন্দির সংস্কার কাজের সহায়তা প্রদান করলেন প্রাক্তন এমপি ফিরোজা বেগম চিনু।
রবিবার রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদে বিভিন্ন মসজিদ ও মন্দিরের সংস্কারের জন্য ২০১৮-২০১৯ অর্থ বছরের মহিলা এমপির পক্ষ থেকে প্রাপ্ত বরাদ্দের চেক বিতরণ করেন তিনি।
এসময় প্রাক্তণ এমপি ফিরোজা বেগম চিনু বলেন, বঙ্গবন্ধু কন্যা পার্বত্য মানুষের সেবা করার একটি সুযোগ দিয়ে ছিলেন বলেই নিজের সাধ্য মতো এই এলাকার মানুষের জন্য কাজ করতে পেরেছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও পার্বত্য অঞ্চলের অসাম্প্রদায়িক চেতনার নেতা দীপংকর তালুকদার গত ৫ বছর আমাকে কাজ করার সুযোগ দিয়েছিলো বলেই আমি কাজ করেছি। আমি দায়িত্বে না থাকলেও ভবিষ্যতেও পার্বত্য মানুষের সুখে, দুঃখে জনগণের পাশে থেকে কাজ করে যাবো।
ধর্ম বিষয়ক মন্ত্রনালয় হতে মসজিদ ও মন্দিরের সংস্কারের জন্য ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রাক্তন মহিলা এমপির বরাদ্দ হতে এ অনুদান সমূহ রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে আজ প্রদান অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ সহ অন্যান্য কর্মকর্তারা এবং মন্দির মসজিদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ধর্ম বিষয়ক মন্ত্রনালয় হতে মসজিদ ও মন্দিরের সংস্কারের জন্য ২০১৮-২০১৯ অর্থ বছরের রাঙ্গামাটি জেলার ৭ টি মসজিদ ও একটি মন্দিরে জন্য সর্বমোট এক লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়।