নিজস্ব প্রতিবেদক – বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় শুক্রবার (১৭ মে) বেলা ১১টার সেনাবাহিনীর ভারী অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত সেল (বোমা) বিস্ফোরণে নিহত সেনা সদস্য নিপন চাকমার মৃতদেহ রাঙ্গামাটিতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৯ মে) দুপুরে হেলিকপ্টার যোগে মরদেহটি রাঙ্গামাটি সার্কেট হাউজ হেলি প্যাডে নিয়ে আসা হয়। এর পর নিহত সৈনিকের পিতা ক্রিপাধন চাকমাকে সেনাবাহিনীর পক্ষ থেকে মৃতদেহটি হস্তান্তর করেন এবং সেনাবাহিনীর গাড়ীতে করে নিহতের নিজ বাড়ী রাঙ্গামাটির কুতুকছড়ির মধ্যপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে নিহত রিপন চাকমাকে শেষ বারের মতো দেখতে তার নিজ বাড়িতে ভিড় করে আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত শনিবার (১৮ মে) বিকেলে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিস্কার করছিলেন। এসময় হঠাৎ পরিত্যক্ত সেল (বোমা) বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর আহদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে সেনা সদস্য জাহিদুল মারা যান এবং নিপুন চাকমা একই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
সৈনিক নিপন চাকমা, ১৬ প্যারা ব্যাটালিয়ান, কুমিল্লা, বয়স-২৩ বছর পিতা: ক্রিপাধন চাকমা এবং গ্রাম মধ্যমপাড়া, কুতুকছড়ি, রাঙ্গামাটি এর বাসিন্দা ছিলেন।