রাঙ্গামাটিতে মিশ্র ফলচাষ প্রকল্পের কৃষকদের কর্মশালা

404

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি – পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় মিশ্র ফল চাষ প্রকল্প ২০১৮- ২০১৯ অর্থ বছরের উপকাভোগী কৃষকদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই সময় মিশ্র ফল চাষ প্রকল্প এর উপ-পরিচালক কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সদস্য (পরিকল্পনা) ড: প্রকাশ কান্তি চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্প পরিচালক, শফিকুল উসলাম প্রমুখ।

উক্ত কর্মশালায় ক্লাস পরিচালনা করেন রাঙ্গামাটি কৃষি ইনস্টিটিউটের প্রধান প্রশিক্ষক তপন কুমার চাকমা । প্রশিক্ষণ কর্মশালায় পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৭০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক তপন কুমার চাকমা এ সময় প্রশিক্ষনার্থীদের মধ্যে মিশ্র ফল চাষের সুবিধা ও লাভ জনক দিক গুলো তুলে ধরেন এবং মিশ্র ফল চাষে উৎসাহিত করেন।