রাঙামাটিতে কবে কে ১ উইকেটে হারিয়ে বনরুপা বয়েস চ্যাম্পিয়ন

684

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে টিভি কাপ উন্মুক্ত নাইট ক্রিকেট টুর্নামেন্টে (শর্টপিচ নাইট) দল কবে কে ১ উইকেট এ হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেট দল বনরুপা বয়েজ।

সংক্ষিপ্ত স্কোর:

কবে ক্রিকেট দল: ১২ ওভারে ৭৯/৬ (টার্গেট)

বনরুপা বয়েজ ক্রিকেট দল: ১১.১ ওভারে ৭৯/৭  

বরিবার (৫ মে) রাত ৯টায় তবলছড়ি সবুজ সংঘ মাঠে টিভি কাপ উন্মুক্ত নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মোহাম্মদ আবুল হাসনাত মিঠুর সভাপতিত্বে টিভি কাপ উন্মুক্ত নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, সম্মানিত সদস্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগ’র রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা যুগ্ম সম্পাদক মোঃ আবদুস ছবুর, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল আলম রাশেদ, রাঙামাটি পৌরসভা বস্তি উন্নয়ন কর্মকর্তা রেজাউল হাসান, রফিক স্মৃতি ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি  তৈয়ব আলী।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথিসহ আমন্ত্রিত অথিতিবৃন্দরা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন। চ্যাম্পিয়নকে ২১ ইঞ্চি রঙিল এলইডি টিভি ও নগদ ১০হাজার টাকা এবং রানার আপ দলের মাঝে নগদ ৫হাজার টাকা প্রদান করা হয়।

ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ ক্রিকেট দল বনরুপা বয়েস এর মোঃ জহির।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০এপ্রিল) রাতে টিভি কাপ উন্মুক্ত নাইট ক্রিকেট টুর্নামেন্ট (শর্টপিচ নাইট) এ প্রথম আসর শুরু হয়। খেলায় রাঙামাটি ক্রিকেট একাডেমী দল ও আলোকিত রাঙামাটি দলসহ আরও ১৬টি দল অংশ নেয়। হাজারো দর্শকের উপস্থিতিতে আজ ফাইনাল ম্যাচটি জমজমাট হয়ে ওঠে পরিসমাপ্তি হয়। টুনামেন্টটি weeding Rangamati & Flowers House এর সৌজন্যে অনুষ্ঠিত হয়।