দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে – বীর বাহাদুর এমপি

319

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

পার্বত্য মন্ত্রী বলেন, এবারের মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক ঐক্যগড়ি, উন্নয়নের শপথ করি এই শ্লোগানকে সামনে নিয়ে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।

মহান মে দিবস উপলক্ষে বান্দরবানে জেলা শ্রমিকলীগের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) বিকালে বান্দরবান জেলা শ্রমিকলীগের উদ্যোগে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

শ্রমিক সমাবেশ উপলক্ষে বিকাল ৩টায় বান্দরবান রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে সমবেত হয়।

বান্দরবান জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় ও বান্দরবান জেলা শ্রমিকলীগের সভাপতি মো: মুছা কোম্পানির সভাপতিত্বে এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগের নেতা ওসমান গনি রানা, মোঃ মামুনুর রশিদসহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে জেলা শ্রমিকলীগের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।