নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে কথিত পাহাড় কাটার অপরাধে গ্রেফতারকৃত রাঙামাটি জেলা ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর আলমের মুক্তির দাবিতে ও প্রশাসনের মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ।
আজ সন্ধ্যায় শহরের বনরুপা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় বনরুপায় আলিফ মার্কেটের সামনে এসে শেষ হয়। পরে সখোনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি একরামুল হক মিশুর সভাপতিত্বে বক্তারা বলেন, কথিত পাহাড় কাটার অভিযোগের বিষয়ে “আমরা রাঙামাটি সদর উপজেলার ইউএনও এর কাছে গিয়েছিলাম। এই বিষয় নিয়ে যে আগামি ৪ তারিখ তার ফাইনাল পরীক্ষা রয়েছে জাহাঙ্গীর আলমের। তাকে যেন এই মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হয় কিন্তু তিনি আমাদের কথা রাখেননি ইউএনও। তিনি একটি মহলের স্বার্থ হাসিল করার জন্য তিনি তার ক্ষমতার অপব্যবহার করছেন। এসময় সমাবেশ থেকে রাঙামাটি সদর উপজেলার ইউএনও জুনায়েদ কবির সোহাগকে অন্যত্র বদলির দাবিও করেছেন রাঙামাটি জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে আরো বলা হয়, আমরা আজকের এই সমাবেশ থেকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি, যদি আগামি ২৪ ঘন্টার মধ্যে আমাদের সহযোদ্ধা জাহাঙ্গীরকে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেব নিতে বাধ্য হবো।
সমাবেশে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শফিউল আলম মিয়া, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম বাবু সহ ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
প্রসঙ্গত: গত(২৯শে এপ্রিল) সোমবার পাহাড় কাটার অপরাধে রাঙামাটির শিমুলতলী এলাকা থেকে জাহাঙ্গীর আলম নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে রাঙামাটি ভ্রাম্যমান আদালত। রাঙামাটি জেলা প্রশাসকের নির্দেশে, রাঙামাটি উপজেলা নির্বাহী জোনায়েদ কবির কতৃক অভিযান চালিয়ে অপরাধীকে গ্রেফতার করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা মিথ্যা মামলায় গ্রেফতারকৃত অনার্স ৪র্থ বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলমকে অবিলম্বে মুক্তির দাবি জানায়।