নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি নানিয়ারচর উপজেলার লেঃ কর্নেল মোহাম্মদ বাহালুল আলম, পিএসসি, জোন কমান্ডার, নানিয়ারচর জোন এর বিদায় ও নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ কাইয়ুম হোসেন, পিএসসি এর পরিচিতি উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নানিয়ারচর জোন সদরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিদায়ী জোন কমান্ডার মোহাম্মদ বাহালুল আলম, পিএসসি বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে নানিয়ারচর জোনে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের যে ধারা চলমান রয়েছে তা বজায় রাখার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে।
এছাড়াও তিনি নবাগত জোন কমান্ডারকে সকল বিষয়ে পরামর্শ ও মতামত দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। নবাগত জোন কমান্ডার তার বক্তব্যে নানিয়ারচর জোনের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকার উন্নয়নের জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এব্যাপারে তিনি উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় মেজর মোহাম্মদ রাজিবুল আলম ভূইয়া, পিএসসি, জোন উপ-অধিনায়ক, উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু প্রগতি চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব ত্রিদীব কান্তি দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাসউদ পারভেজ মজুমদার, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনার মোঃ কবির হোসেনসহ সরকারী কর্মকর্তা/কর্মচারী এবং গন্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।