নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির লংগদু উপজেলার ছোট কাট্টলী এলাকার ঝংকু চাকমা ওরফে বাবলু (৩৫) কর্তৃক লংগদু ইউপি মহিলা মেম্বার মানষী চাকমা (৩৫) কে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৪ এপ্রিল) আনুমানিক রাত ১২টায় রাঙামাটি রিজার্ভ বাজার গ্রীনহিল হোটেলে ঘটনা ঘটে।
অভিযুক্ত ঝংকু চাকমা ওরফে (বাবলু) লংগদু ১,২,৩ নং ওর্য়াডের ইউপি মহিলা মেম্বার মানষী চাকমা (৩৫) কে মোবাইল ফোনে বলে, সেনাবাহিনীর লোকজন তোমাকে খুঁজছে, হয়ত তোমাকে গ্রেফতার করবে! তার পরিপেক্ষিতে মহিলা মেম্বার মানষী চাকমা লংগদু থেকে রাঙামাটি আত্বগোপন করেন।
ফলে ঝংকু চাকমা রিজার্ভ বাজার গ্রীনহিল হোটেল এর ৩য় তলায় নিয়ে যায় এবং রাতে কোমল পানীয় এর সাথে ঘুমের ঔষধ খাইয়ে তাকে ধর্ষণ করা হয় বলে জানা যায়।
পরবর্তীতে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় মহিলা মেম্বার মানষী চাকমা ডাক্তারী পরিক্ষার জন্য রাঙামাটি সদর হাসপাতালে যায়। পরে মানষী চাকমা বিচারের আসায় উত্তর কালিন্দীপুরস্থ প্রথম আলো অফিসে যায় এবং সন্ধ্যা ৭টায় মামলা করার জন্য কোতয়ালী থানায় যান বলে জানা যায়।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণকারী ঝংকু চাকমাকে বুধবার (২৫ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। কোতয়ালী থানার ওসি আরো বলেন, ধর্ষণকারী ঝংকু চাকমার নামে আগেও অপরজনের স্ত্রীকে নিয়ে পালানো নিয়ে একটি মামলা রয়েছে।
এদিকে পুলিশ প্রশাসন লংগদুর ইউপি মহিলা মেম্বার মানষী চাকমাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদে রাখা হয়েছে।