নিজস্ব প্রতিবেদক – রাঙ্গামাটিতে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি স্বা¯’্য বিভাগের উদ্দ্যেগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি রাঙ্গামাটি পাবলিক কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যলয় প্রাঙ্গনে শেষ হয়ে আলোচনা সভা মিলিত হয়।
এ সময় উপ¯ি’ত ছিলেন, রাঙ্গামাটি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দী, ডাঃ বিনোদ শেখর চাকমা। এছাড়াও রাঙ্গামাটি স্বা¯’্য বিভাগের কর্মকর্তা এবং নার্সসহ অন্যান্য কর্মকর্তারা উপ¯ি’ত ছিলেন।
এসময় বক্তারা ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও প্রতিরোধে করণীয় বিষয়সহ প্রতিকারের কথা তুলে ধরেন এবং সকলেই যাতে সু¯’্য ও সুন্দর পরিবেশে জীবন অতিবাহিত করতে পারে সে রকম সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের প্রয়াস জানান।