তিন পার্বত্য জেলার ২৫ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ আজ

473

ডেস্ক রিপোর্ট – তিন পার্বত্য জেলার ২৫ টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ আজ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় (সার্কিট হাউস সম্মেলন কক্ষ) হবে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাবেন।
একই অনুষ্ঠানে শপথ নিবেন রাঙ্গামাটির ১০ উপজেলা, খাগড়াছড়ির ৮উপজেলা, বান্দরবানের ৭ টি উপজেলা ও কক্সবাজারের ৭উপজেলা এবং চট্টগ্রাম জেলার ১০ উপজেলার নব নির্বাচিত জন প্রতিনিধিরা শপথ নিবেন।

রাঙ্গামাটি জেলার ১০ উপজেলার চেয়ারম্যানরা হলেন, রাঙ্গামাটি সদর উপজেলায় আওয়ামীলীগ প্রার্থী শহীদুজ্জামান রোমান, পুরুষ ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, কাউখালী উপজেলায় আওয়ামীলীগ প্রার্থী শামসুদ্দোহা চৌধুরী, পুরুষ ভাইস চেয়ারম্যান অং প্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাউ মারমা। জুরাছড়ি উপজেলায় সুরেশ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা।

বরকল উপজেলায় জেএসএস বিধান চাকমা, ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা। রাজস্থলী উপজেলায় আওয়ামীলীগ প্রার্থী উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অং নু চিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিং মারমা। বাঘাইছড়ি উপজেলায় জেএসএস সংস্কারের সুদর্শন চাকমা। নানিয়ারচর উপজেলায় ইউপিডিএফ গণতান্ত্রিক দলের প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামাল, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার।

কাপ্তাই উপজেলায় আওয়ামীলীগ প্রার্থী মফিজুল হক, ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা এগিয়ে রয়েছে। বিলাইছড়ি উপজেলায় জেএসএস এর প্রার্থী বিরোত্তম তঞ্চঙ্গ্যা।
২৫ এপ্রিল সকাল ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় (সার্কিট হাউস সম্মেলন কক্ষ) নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করাবেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

শপথের বিষয়টি নিশ্চিত করে গত ১৬ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের পত্র পাঠিয়েছেন। স্থানীয় সরকার বিভাগের ওই পত্রে জানা গেছে, বান্দরবানের মোট ৭টি উপজেলার মধ্যে নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম, বান্দরবান সদর, রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলা জেলার ৭জন চেয়ারম্যান, ৭জন পুরুষ ও ৭জন মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নেবেন।

বান্দরবানের সাত উপজেলা থেকে যারা শপথ নিবেন তারা হলেন, বান্দরবান সদর চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পুরুষ ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মারমা। নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান মো. শফি উল্লাহ পুরুষ ভাইস চেয়ারম্যান মংলা মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, পুরুষ ভাইস চেয়ারম্যান আথুই মং মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিং প্রু মারমা।

লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, পুরুষ ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী। আলীকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম, পুরুষ ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার।
রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, পুরুষ ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম ও মহিলা ভাইস চেয়ারম্যান নুরাউ মারমা।
থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্ণামং মারমা, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই র্মামা, মহিলা ভাইস চেয়ারম্যান মেন প্রু র্মামা।

রামগড় উপজেলায় বিশ্ব প্রদীপ ত্রিপুরা, লক্ষ্মীছড়িতে বাবুল চৌধুরী, দীঘিনালায় হাজী মো. কাশেম, মাটিরাঙ্গায় মো. রফিকুল ইসলাম। এর আগে বিনা প্রতিদ্বন্ধীতায় খাগড়াছড়ি সদর উপজেলায় প্রার্থী মো. শানে আলম ও মানিকছড়িতে মো: জয়নাল আবেদীন প্রতীক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়। মোট ৬উপজেলায় আওয়ামীলীগ বিজয়ী হয়েছে।

জেলার মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এম.এন লারমা) সমর্থীত বিমল কান্তি চাকমাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।