নিজস্ব প্রতিবেদক: পার্বত্য অঞ্চলের সন্ত্রাসীরা ভুল স্বীকার করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন অন্যথায় আপনাদের ধবংশ অনিবার্য, সেদিন আর বেশি দূরে নয় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, পাহাড়ের জনপদ যারা অশান্ত করে তুলেছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা সংঘাতের পথ পরিহার করুন, অনাকাঙ্ক্ষিত সহিংস কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসুন। নিজেরা স্বাভাবিক জীবন যাপন করুন অন্যদেরকেও নিরাপদে বসবাস করার সুযোগ দিন।
আজ রবিবার (৭ এপ্রিল) বাঘাইছড়ি উপজেলার সম্মেলন কক্ষে দুপুর ১২টায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর অস্ত্রধারীদের উদ্দেশ্য বলেন, এখনো সময় আছে স্বাভাবিক জীবনে ফিরে আসুন, না হয়, ধংস হয়ে যাবেন, সমতলেও অনেক বড় বড় মাফিয়া, ছিলো তারা আজ কোথায়, কত চরমপন্থী ছিল, জলদস্যু ছিলো অস্ত্র সমর্পন করে সুস্থ জীবনে ফিরে এসেছে আপনারাও এ সুযোগ নিন, পাহাড় অনেক উর্বর এখানে সকলের পচেস্টায় খুব সুন্দর পরিবেশ গড়ে তুলা সম্ভব আপনারাও এগিয়ে আসুন।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পঞ্চম উপজেলা নির্বাচনের দায়িত্ব শেষে ফেরার পথে ব্রাশফায়ারে সাতজন নিহতের ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে অনুদান প্রদান উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা মোট ৩৮টি হতাহত পরিবারের মধ্যে অনুদানের টাকা বিতরন করেন এরমধ্যে নির্বাচনী দায়িত্ব পালন শেষে নিহত ৬জনের পরিবারকে সাড়ে ৫ লক্ষ টাকা, গুরুতর আহত ১৮জনের পরিবারকে ১ লক্ষ টাকা এবং কম আহত ১৪জনকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদানের টাকা বিতরন করেন।
এসময় নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন, সেনাবাহিনীর চট্রগ্রাম ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের মহাপরিচালক ব্রি. জেনারেল মো. সাইদুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল হামিদুল হক, বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মাদ সাজ্জাদ, ২৭ বিজিবির অধনায়ক লে. কর্নেল মাহাবুবুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রশাসক মামুনুর রশিদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক সহিদুল ইসলাম, রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর কবির, খাগড়াছড়ি পুলিশ সুপার আহমারউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ১৮ মার্চ সোমবার দ্বিতীয় ধাপে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে দিনভর দায়িত্বপালন শেষে সাজেক ইউনিয়নের ৩টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামসহ ফেরার পথে বাঘাইছড়ি দীঘিনালা সড়কের ৯ মাইল এলাকায় সন্ত্রাসীরা ব্রাশ করলে ঘটনাস্থলে ৬জন, পরে একজন ৭জন মারা যায়। আহত হয় অনেকেই।