অবৈধ অস্ত্রধারীরাই বাঘাইছড়ি হত্যাকান্ডের সাথে জড়িত – অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী

609

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – বাঘাইছড়িতে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন, তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন শেষে স্বশস্ত্র হামলা ও হত্যা কান্ডের ঘটনার বিষয়ে গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন কমিটি প্রদান দীপক চক্রবর্ত্তী।

তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সুপারিশ করাসহ পার্বত্য চট্টগ্রামে যাতে পাহাড়ী বাঙ্গালী সকল সম্প্রদায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান নিশ্চিত করতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে জানানো হবে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীর নেতৃত্বে ৭ সদস্যের কমিটি বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনায় নিহত ও আহতদের পরিবারের বক্তব্য নেয় তদন্ত কমিটি।

এদিকে বাঘাইছড়িতে হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের বিষয়ে সম্মিলিতভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবুল ফয়েজ।

হত্যাকান্ডের ঘটনায় কেউ মামলা না করায় পরবর্তীতে পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং মামলার পর থেকে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে কম্বিং অপারেশন চলছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার ওসি (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম ।

আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির পক্ষ থেকে প্রতিবেদন দাখিল করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এর আগে গতকাল বুধবার রাতে রাঙ্গামাটি সার্কিট হাউজে তদন্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আড়াই ঘন্টা রুদ্ধদার এই বৈঠকে তদন্ত কমিটির করণীয় বিষয়ে আলোচনা চুড়ান্ত করা হয়।

সকালে রাঙ্গামাটি থেকে সড়ক পথে খাগড়াছড়ি দিঘীনালা হয়ে মারিশ্যা সড়কে ৯ কিলো এলাকার ঘটনাস্থলে পৌছেঁ তদন্ত কমিটির সদস্যরা।

তদন্ত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন আশীষ কুমার বড়–য়া, বাঘাইহাট জোনের উপ অধিনায়ক মেজর আশরাফ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহমেদ, চট্টগ্রাম ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক মোঃ নুরুল আমিন ও সদস্য সচিব রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম।

পরে তদন্ত কমিটির সদস্যরা বাঘাইছড়ি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন। তদন্ত কমিটি প্রকৃত কারণ অনুসন্ধান ও নিহত আহতদের জানমালের ক্ষয় ক্ষতি নিরূপন করবেন।

উল্লেখ্য, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে বাঘাইছড়ি উপজেলায় ফেরার পথে বাঘাইছড়ির ৯ কিলো মিটার এলাকায় পাহাড় থেকে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের বহন করা গাড়ীর উপর অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিতে ব্রাশ ফায়ার করে। এ সময় গাড়ীতে থাকা সকলেই হতাহত হয়