সন্ত্রাসীদের রিরুদ্ধে ব্যবস্থা না নিলে যে কোন সময় কঠোর কর্মসূচী দেয়া হবে- দীপংকর তালুকদার এমপি

408

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – রাঙ্গামাটির বিলাইছড়ি আওয়ামীলীগ সভাপতি হত্যাকারী ও বাঘাইছড়ির ৭ নির্বাচনী কর্মকর্তা হত্যাকান্ডে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা না হলে যে কোন সময় হরতাল-অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচী দেয়া হবে বলে ঘোষণা করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার।

বুধবার (২০ মার্চ) সকালে তিনি রাঙ্গামাটিতে বিলাইছড়িতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে ও বাঘাইছড়িতে ৭ নির্বাচন কর্মকর্তার হত্যাকান্ডে জড়িতদের খুঁজে বের করার দাবীতে জেলা আওয়ামীলীগ আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এই ঘোষনা দেন। তিনি পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের সাড়াষি অভিযান শুরু করার দাবী জানান।
এসময় সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, আওয়ালীগের সহ সভাপতি নিখিল কুমার চাকমা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, আওয়ামীলীগ নেতা অংশু ছাইন চৌধুরী, অংশুপ্রু চৌধুরী, রাঙ্গামাটি মেয়র আকবর হোসেন চৌধুরী, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান রোমান, স্বেজচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহান, রূপ কুমার চাকমাসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের সাড়াষি অভিযান শুরু করার দাবী জানিয়ে বলেন, পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে একের পর এ আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রাণ হারাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে পাহাড়ের পরিস্থিতি আরো অবনতি ঘটার আশংকা রযেছে। তাই সরকারকে অবিলম্বে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী জানান।

এর আগে রাঙ্গামাটি পৌর চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল রাঙ্গামাটি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়ে সমাবেশে মিলিত হয়।