নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৭জন হত্যাকান্ডের ঘটনার পর বিলাইছড়িতে উপজেলঅ আওয়ামীলীগ সভাপতি সুরেশ কুমার তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।এ হত্যাকান্ডের ঘটনায় জেএসএস(সন্তু লারমা গ্রুপ) কে দায়ী করেছে আওয়ামীলীগ। বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে রাঙ্গামাটিতে আওয়ামীলীগের নেতা কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। নেতাকর্মীরা তাৎক্ষনিক রাস্তায় ,ব্যারিকেড দিয়ে মিছিল ও সমাবেশ করে। এ সময় প্রায় ২ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভ সমাবেশে এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস)কে দায়ী করে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর বলেন পাহাড়ে আওয়ামীলীগের নেতাদের পরিকল্পিতভাবে হত্যা করছে জনসংহতি সমিতি। অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় আনা না হলে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে সমাবেশ থেকে হুশিয়ারী উচ্চার করেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। হত্যাকান্ডের প্রতিবাদে আগামীকাল বুধবার বিক্ষোভ সমাবেশ করবে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ।
তবে জনসংহতি সমিতির (জেএসএস) রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক নীলোৎপল খীসা ঘটনার সঙ্গে জড়িতের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন,আমরা এ ধরনের অপরাজনীতি করি না। আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছে।
হত্যাকান্ডের ঘটনা নিশ্চিত করে বিলাইছড়ি ইউএনও আসিফ ইকবাল বিষয়টি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। উপজেলার সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে মঙ্গলবার সকালে বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা ফারুয়া এলাকার আলিক্ষিয়ং এলাকায় আসলে স্বশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।