নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় পার্বত্য চট্টগ্রামে সামাজিক বনায়ন পরিকল্পনা বাস্তবায়িত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
ইউএসএইড এবং ইউএনডিপির চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করতে রাঙ্গাামাটিতে দুইদিনের সফরের প্রথম দিন ৬ মার্চ বুধবার মর্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার কাপ্তাইয়ের ব্যাঙছড়িতে ইউএসএইড এবং ইউএনডিপির স্থানীয় কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম ওয়াটারশেড কো ম্যানেজমেন্ট এ্যাক্টিভিটি এসআইডি সিএইচটি এসিষ্টেট রিজেনারেশন প্রকল্পের আওতায় রাঙ্গামাটি কাপ্তাইয়ের ব্যঙছড়িতে বনবিভাগের মাধ্যমে ৪০ একর জমিতে সংরক্ষিত স্থানে ৩২হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপন প্রকল্পস্থান পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ও দাতা সংস্থা ইউএসআইডির মিশন প্রধান ডেরিক ব্রাউন, রাষ্ট্রদূতের সহধর্মীনি মিসেল এ্যাডেল মিল,রাঙ্গামাটি বনসংরক্ষক মোঃ ছানাউল্ল্যাহ পাটোয়ারীসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্প পরিদর্শনকালে রাষ্ট্রদূত প্রজেক্ট এলাকার সুবিধাভোগীদের সাথে কথা বলেন।
৭ মার্চ সফরের ২য় দিন মার্কিন রাষ্ট্রদূত বৃৃহস্পতিবার সকাল ৯ টায় রাঙ্গামাটির বরকল উপজেলার বেগেনাছড়ি না ভাঙ্গা গ্রামে যাবেন এবং সেখানকার প্রকল্পের সুবিধাভোগীদের সাথে কথা বলবেন। এরপর দুপুর সোয়া ১২ টায় রাষ্ট্রদূত আর্ল আর. মিলার রাঙ্গামাটি ভ্রমন উপলক্ষে সাংবাদিকেদর সাথে কথা বলবেন। দুপুর ১ টায় রাঙ্গামাটি সদর হাসপাতালে হোপ প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস সূত্রে আরো জানা গেছে যে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পরিবেশ ও বন মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় উদ্যেগে চট্টগ্রাম হিল ট্র্যাক্টস ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট অ্যাকটিভিটি (সিএইচটিডব্লিউসিএ) ৬ বছর মেয়াদী (২০১৩-২০১৯) এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।এ প্রকল্পের মোট ব্যয় হচ্ছে ৮০,০২,৮০০ ইউএস ডলার (৬৭.২ কোটি টাকা)।