নিজস্ব প্রতিবেদক- দেশী বিদেশী পর্যটকদের থাকার সুবিধার্থে রাঙ্গামাটির সদর উপজেলাধীন কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পর্যটন মোটেল ও জেলা পরিষদের পুরাতন বিশ্রামাগার সংলগ্ন জেলা পরিষদের মার্কেট ও রেস্ট হাউস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
সোমবার (৪মার্চ) বিকেলে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্যা হলা খই, পরিষদের উপসহকারী প্রকৌশলী মোঃ এরশাদুল হক মন্ডল, পরিষদের উপসহকারী প্রকৌশলী রনি শাহা’সহ পরিষদের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে পায়ে হেটে প্রকল্পগুলোর বিভিন্ন দিক পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও পরিষদের নির্বাহী প্রকৌশলী। পরিদর্শন শেষে ঠিকারদারদের সুষ্ঠ ও সুন্দরভাবে কাজ সম্পাদন করার নির্দেশ দেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।