প্রথাগত আইনের সাথে দেশের অন্যান্য আইনের সমন্বয় করা গেলে পাহাড়ের মানুষ উপকৃত হবে- দীপংকর তালুকদার এমপি

426

নিজস্ব প্রতিবেদক- প্রাক্তণ প্রতিমন্ত্রী ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রামের প্রথাগত আইনগুলোর সাথে দেশের অন্যান্য আইনের সমন্বয় ঘটিয়ে মানুষের বিচার পাওয়ার সুবিধা নিশ্চিত করা গেলে পাহাড়ের মানুষ উপকৃত হবে।

সোমবার (৪ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা আইনজীবি সমিতি নব নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপংকর তালুকদার এমপি বলেন, দেশের প্রচলিত আইনের পাশাপাশি পার্বত্য এলাকার পাহাড়ীদের ঐতিহ্যগত প্রথাগত আইনগুলো সমন্বয় ঘটিয়ে তৃণমূল পর্যায়ের মানুষ যাতে বিচার সুবিধা পায় সেই লক্ষ্যে আইনজীবিদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের বসবাসরত বিভিন্ন ভাষাভাষি মানুষের নিজস্ব প্রথাগত আইন প্রচলিত রয়েছে। এই আইনগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ী জাতিগোষ্ঠির কৃষ্টি সংস্কৃতি ও জীবন আচরণের সঙ্গে জড়িত রয়েছে।

রাঙ্গামাটি জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ দলিল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম।

আলোচনা সভায় এসময় রাঙ্গামাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ দলিল উদ্দিন বলেন, সকলের সহযোগিতায় রাঙ্গামাটিতে আদালত ভবনের এই রকম সুন্দর একটি সম্প্রসারিত ভবন হওয়া অত্যন্ত প্রশংসার দাবী রাখে। সুন্দর পরিবেশে সাধারন মানুষ যাতে সেবা পান সেটা নিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের বোর্ডের অর্থায়নে ৫৮ লক্ষ টাকার ব্যয়ে রাঙ্গামাটি জেলা আইনজীবি সমিতি নব নির্মিত ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি সহ অন্যান্য অতিথিবৃন্দ।