রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হলে পার্বত্য এলাকায় শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে ………..ব্রিঃ জেনারেল সৈয়দ রিয়াজ মেহেমুদ

1345

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াজ মেহেমুদ বলেছেন, রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হলে পার্বত্য এলাকায় শিক্ষার মান বৃদ্ধি পাবে। এখানকার দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীরা লেখাপড়ার সুযোগ পাওয়ার মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। খুব শীর্ঘ্রই এই কলেজের কাজের দৃশ্যমান কার্যক্রম দেখা যাবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটিতে প্রথম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ করার সিদ্ধান্ত হয়েছিলো। বিভিন্ন জটিলতার কারণে এই কলেজ প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেয়া সম্ভব হয়নি।

১১ ফেব্রুয়ারী সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ কাছ থেকে রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের জমির কাগজ পত্র গ্রহনকালে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াজ মেহেমুদ এসব কথা বলেন ।

তিনি বলেন, এই কলেজ প্রতিষ্ঠার জন্য আগে থেকে অনেকে কাজ করে গেছেন। রাঙ্গামাটি জেলা প্রশাসকের সাথে আলোচনার মাধ্যমে খুব দ্রুত এই রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের জায়গার বন্দোবস্তী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস,এম নজরুল ইসলাম, রাঙ্গামাটি বিএফডিসি কমান্ডার মোঃ আসাদুজ্জামান, রাঙ্গামাটি রিজিয়নের জি টু আই তানভীর সালেহ্্ সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান সাংবাদিকগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঁঁঁঁ
জমি হস্তান্তর অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশীদ বলেন, রাঙ্গামাটি ক্যান্টঃ পাবলিক স্কুল স্থাপিত হলে পার্বত্য অঞ্চলের শিক্ষার মান আরো একধাপ এগিয়ে যাবে। সরকারের পাশাপাশি পার্বত্য অঞ্চলে সেনা বাহিনী শিক্ষার জন্য যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবী রাখে।

রাঙ্গামাটি শহরের টিভি সেন্টার এলাকায় রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের জন্য সাড়ে ১৪ একর সরকারী খাস ও ব্যক্তিমালিকানাধীন জায়গা রেকর্ড ভ’ক্ত করে দেয়া হয়। এই কলেজ স্থাপিত হলে রাঙ্গামাটি জেলার শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি পাবে বলে জানান বক্তারা।