পরিবেশ,বন ও জলবায়ু সংসদীয় কমিটির সদস্য হলেন দীপংকর তালুকদার এমপি

1467

 

নিজস্ব প্রতিবেদক – বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। গত মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
দীপংকর তালুকদার বর্তমানে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এবং রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

রাঙ্গামাটি জেলার বর্ষীয়ান এ রাজনীতিবিদ অতীতে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় সংসদীয় আসনের নির্বাচনে ৪বার নির্বাচিত হয়েছে এবং এলাকার উন্নয়নে নিরসল ভাবে কাজ করে যাচ্ছেন।