পাড়াড়ের জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য দীপংকর তালুকদারের বিকল্প নেই- সন্তোষ কুমার চাকমা

556

নিজস্ব প্রতিবেদক: বরকল উপজেলাস্থ রাঙ্গামাটিতে বিভিন্ন কলেজ মাদ্রাসায় পড়ুয়া সাধারণ ছাত্রদের সাথে মতবিনিময় সভা করেছে বরকল উপজেলা ছাত্রলীগ।

আজ শনিবার সন্ধায় কলেজ গেইটস্থ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমার বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, বরকল উপজেলা আওয়ামীলীগ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, বরকল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাত কুমার চাকমা। এছাড়াও বরকল উপজেলা আওয়ামীলীগ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান (টুটুল), বরকল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,অংসাশিং মারমা,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান, বরকল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃরফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন, গ্রন্থনা ওপ্রকাশনা সম্পাদক এবং সুবলং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃআসাদুজ্জামন(শামীম), সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের উদ্দশ্যে সন্তোষ কুমার চাকমা বলেন তোমারই জাতির ভবিষৎ তোমাই আধুনিক বিশ্ব গড়ার কারিগর তোমরাই পারো রাজাকার,অবৈধ অস্ত্রধারিদের থেকে নৌকার বিজয় ছিনিয়ে আনতে তাই পাহাড়ের প্রতিটি মানুষের কাছে তোমাদেরই তুলে ধরতে হবে আওয়ামীলীগ সরকারে উন্নয়ন।

তিনি আরো বলেন, পাহাড়ে একমাত্র শান্তি ফিরিয়ে এনেছে আওয়ামীলীগ,শিক্ষার আলো ছড়িয়েছে পাহাড়ের প্রতিটি ঘরেঘরে। তাই পাহাড়ের জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য দীপংকর তালুকদারের বিকল্প নেই।