নিজস্ব প্রতিবেদক – ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেছেন, পাহাড়ে ক্ষুদ্র নৃ গোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় গুরুত্বপুর্ন ভূমকিা রেখে যাচ্ছে । তিনি বলেন, ১৯৯৭ সালে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি গোষ্ঠীর সাথে সরকাররে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে ও শান্তি চুক্তির পর থেকে একটি মহল পাহাড়ে শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করছে।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র বানানোর নামে নানাভাবে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পাহাড়ে এসব দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতি সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে যারা আলাদা রাষ্ট্র বানানোর কথা ভাবছেন, তারা ভূল করছেন। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশেরই অংশ , তাকে কোনভাবেই আলাদা করার সুযোগ নেই।
সোমবার বিলাইছড়িতে তিনকুনিয়া গ্রামে পাংখোয়া পাড়া ট্রাইবেল ভিলেজের উদ্বোধনকালে চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান এসব কথা বলেন।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ,বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শেখ আব্দুল্লাহ, বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান মঙ্গলকুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়াসহ অন্যান্য অামন্ত্রিত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পাংখোয়া জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি দেশ ও দেশের বাইরে তুলে ধরতে সকলকে আহবান জানান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে পাংখোয়া জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি রর্ক্ষাথে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধান অতিথি ৬ (ছয়) লক্ষ টাকা অনুদান প্রদান করেন।