উৎসবমূখর পরিবেশে রাঙ্গামাটিতে শারদীয়া দূর্গাপূজা শুরু

632

নিজস্ব প্রতিবেদক- সনাতন সম্প্রদায়রে প্রধান র্ধমীয় উৎসব শারদীয়া দূগাপূজা উপলক্ষে রাঙ্গামাটিতে উৎসবমূখর পরিবেশে শারদীয়া দূর্গাপূজা শুরু হয়েছে। এবার রাঙ্গামাটি পার্বত্য জেলার ৪০টি মন্ডপে শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
মহা পঞ্চমীর মধ্যে দিয়ে রবিবার সনাতন সম্প্রদায়রে প্রধান র্ধমীয় উৎসব শারদীয়া দুর্গাপূজার আনুষ্ঠানকিতা শুরু হয়।
১৫ অক্টোবর মহা ষষ্ঠী,১৬অক্টোবর মহা সপ্তমি, ১৭অক্টোবর মহা অষ্টমী, ১৮ অক্টোবর মহা নবমী, ১৯ অক্টোবর বজিয়া দশমীর মধ্যে দিয়ে সনাতনীদের বৃহত্তর ধর্মীয় উৎসব দূর্গপূজার শেষ হবে।

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তণ প্রতিমন্ত্রী ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার সনাতন সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সনাতন সম্প্রদায়ের বৃহত্তর এই ধর্মীয় উৎসব পালন করা যায় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বছর দেবীর আগমন ঘটবে ঘোটকে চড়ে এবং প্রত্যাগমন হবে দোলায় চড়ে। রাঙ্গামাটিতে উৎসবমূখর পরিবেশে যাতে সনাতন সম্প্রদায়ের বৃহত্তর এই ধর্মীয় উৎসব পালন করা যায় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।