নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের মারিশ্যা মৌজার সাবেক হেডম্যান অমিয় কান্তি খীসার স্ত্রী কল্পনা চাকমা (৭০) ও প্রতিবেশী সাবেক ই্উপি সচিব মৃত ধনবিন্দু চাকমার স্ত্রী বিন্দা মালা চাকমাকে (৬৫) কুপিয়ে হত্যা করার ঘটনায় এখনো মামলা হয়নি, এদিকে লাশ ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
প্রসঙ্গত: বাসার কর্তা সাবেক হেডম্যান অমিয় কান্তি খীসা বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি থেকে ফিরে দেখেন বাসার দরজা বন্ধ কোন সাড়া শব্দ নেই, ডাকাডাকি করে কাউকে না পেয়ে দরজা খোলে দেখেন তার স্ত্রী কল্পনা চাকমা (৭০) এবং প্রতিবেশী সাবেক ই্উপি সচিব মৃত ধনবিন্দু চাকমার স্ত্রী বিন্দা মালা চাকমার গলা কাটা লাশ পড়ে আছে। এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা পুর্ব শত্রুতা বা ডাকাতির উদ্দেশে তাদের হত্যা করা হতে পারে।