বান্দরবানে বর্নাঢ্য আয়োজনে জন্মাষ্টমীর উদ্বোধন

1618

 

নানা আয়োজনে বান্দরবানে শ্রীকৃষের জন্মষ্টমী উৎসব পালন করছে সনাতন ধর্মালম্বীরা। সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে চারদিনব্যাপী অনুষ্টানমালার আয়োজন করা হয়েছে।

রোববার সকালে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বান্দরবান রাজার মাঠ হতে একটি মহাশোভাযাত্রা বের হয়ে বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় উৎসবস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে মহাশোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্টানে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ , ৩ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ,বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম কোম্পানী,শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন কান্তি দাশ,সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সনজয়সহ সনাতনী নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন। মহাশোভাযাত্রায় ব্যনার ও ফেস্টুন হাতে নিয়ে এবং বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃত সেজে শিশু কিশোর সহ সনাতনী সম্প্রদায়ের ভক্তরা অংশ নেয় ।

আগামী ০৪ সেপ্টেম্বর ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ,নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের বর্ণাঢ্য এই জন্মাষ্টমী উৎসবের ।