খাগড়াছড়িতে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএন আবছার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ সুমন অন্যান্যের মধ্যে আলোচনা সভায় বক্তৃতা করেন।
বক্তারা বলেন, ৫ জানুয়ারীর মতো পাতানো নির্বাচনের ষড়যন্ত্র সফল হবে দাবি করে অবিলম্বে কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে বলে হুশিয়ারী দেন।
এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হয় নেতাকর্মীরা।