শিশু কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানবন্ধন ও সমাবেশ

468

খাগড়াছড়ির দীঘিনালায় পঞ্চম শ্রেণির ছাত্রী শিশু কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ এবং শাস্তির দাবি জানানো হয়েছে। গত ২৮ জুলাই শনিবার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৯ এ নৃশংস ঘটনাটি ঘটে।
প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে এবং ধর্ষক ও হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রাঙামাটিতে মানবন্ধন ও সমাবেশ করেছে রাঙামাটি সাহিত্য পরিষদ।
আজ সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিশু কিশোর মেলার সভাপতি সুজন চাকমার সভাপতিত্বে মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানবন্ধন ও সমাবেশ থেকে কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ধর্ষক ও হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।