রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় এবং গাজীপুর সজীব ওয়াজেদ উপগ্রহ ভু-কেন্দ্র এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তিনি এদুটি কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি কেন্দ্র দুটির নাম দেন সজীব ওয়াজেদ উপগ্রহ ভু-কেন্দ্র, রাঙামাটি।
এ সময় বেতবুনিয়া উপগ্রহ ভু-কেন্দ্রে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈশিং, রাঙামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার গোলাম ফারুক, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, পুলিশ সুপার আলমগীর কবির, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কৌম্পানির নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আশিফ আহম্মেদ খান, জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা চেয়ারম্যান এসএমচৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াতসহ সামরিক বেসামরিক কর্মকর্তা।
গ্রাউন্ড স্টেশন উদ্বোধনের চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, রাঙামাটি জেলা প্রশাসক ও বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশনের প্রকৗশলীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় গ্রাউন্ড স্টেশনটি পরিদর্শন করে যাবেন বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মদ পলক টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার।