প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম দু’দশকেরও বেশী সময় ধরে হানাহানি ও সংঘাতে অশান্ত ছিল, ১৯৯৬ সনে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে ১৯৯৭ সনে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করে উন্নয়নের ধার উন্মোচন করেছে। তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়নে আমরা নানা কার্যক্রম শুরু করি, আমরা চাই পার্বত্য এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং আর্থসামাজিক উন্নয়ন ঘটুক।